গাজীপুরে দৈনিক প্রতিদিনের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নির্মম হত্যার প্রতিবাদে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে রাউজান উপজেলা পরিষদের সামনে এবং ফকিরহাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
পরবর্তীতে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি জিসান বিন মাজেদ ও উপজেলা সহকারী ভূমি কমিশনার অংছিং মারমার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে সত্য প্রকাশে কাজ করেন। তাদের ওপর হামলা মানে সত্যকে দমন ও স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টাই। এই অপরাধের দ্রুত বিচার না হলে সমাজে নৈরাজ্য বৃদ্ধি পাবে।”
মানববন্ধনের সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদার। এছাড়া বক্তব্য রাখেন সাবেক সভাপতি জাহেদুল আলম, তৈয়ব চৌধুরী, কাজী সরোয়ার খান মঞ্জু, মিলন বড়ুয়া, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, রবিউল হোসেন রবি, ইরফাত হোসেন চৌধুরী, এ.কে বাবর, নুর মোহাম্মদ, সুপন বিশ্বাস, এ.এম মামুনুর রশিদ প্রমুখ।
স্মারকলিপি প্রদান ও মানববন্ধনে উপস্থিত ছিলেন রাউজান খেলোয়াড় সমিতির কর্মকর্তা সাদিকুজ্জামান শফি, সাংবাদিক নুরুল আলম, গাউসিয়া হক কমিটির রাউজান উপজেলা ‘গ’ জোন সমন্বয়ক নাজিম উদ্দিন কালু, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাউজান উপজেলার যুগ্ম আহবায়ক রিদোয়ান হোসাইন আনসারী, রাউজান ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা পরিচালক এ. আর রাশেদ উদ্দিন, সদস্য মো. সাগর, মো. তারেক, আবুল হোসেন, দক্ষিণ হিংগলা তৈয়বীয়া স্মৃতি সংসদের কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ অন্যান্যরা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :