রোববার (১০ আগস্ট) নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ মোট ১৬টি নতুন রাজনৈতিক দল তাদের দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ বলেন, এই দলগুলো প্রাথমিক যাচাই-বাছাই পেরিয়ে মাঠ পর্যায়ের তদন্তের জন্য পাঠানো হবে।
২০২৪ সালের ২২ জুন পর্যন্ত মোট ১৪৫ দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন করেছিল। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দল শর্ত পূরণ করতে পারেনি। পরে ১৪৫ দলকে ঘাটতি পূরণের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়, যা ৩ আগস্ট শেষ হয়।
আইন অনুসারে, নিবন্ধন পেতে দলের কেন্দ্রীয় কমিটি, অন্তত তিনটি জেলা ও একশো উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে দুইশত ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া পূর্বে সংসদ সদস্য থাকার অথবা গত নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়া দলকেও নিবন্ধন দেওয়ার যোগ্যতা দেওয়া হয়। প্রাথমিক বাছাইয়ে এসব শর্ত বিবেচনা করা হয়।
নিবন্ধন প্রক্রিয়ায় প্রাথমিক বাছাইয়ের পর দলগুলোর তথ্য সরেজমিন তদন্ত করা হয়, এরপর দাবি-আপত্তি শুনানি শেষে চূড়ান্ত নিবন্ধন সনদ প্রদান করা হয়। নিবন্ধন ছাড়া কোনো দল নিজস্ব প্রতীকে নির্বাচন করতে পারে না।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :