অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত পাঁচ দিনব্যাপী ইসলামিক ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১০ আগস্ট ২০২৫) কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন।
এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ব্যাংকিং ইউনিটের উপমহাব্যবস্থাপক মো. নুরুল ইসলাম। প্রশিক্ষণে কর্পোরেট ও শাখা পর্যায়ের ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইসলামিক ব্যাংকিংয়ের নীতি, কার্যক্রম ও আধুনিক প্রয়োগ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :