ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

অগ্রণী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ১০, ২০২৫, ০৪:৫৬ পিএম অগ্রণী ব্যাংকে ইসলামিক ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) আয়োজিত পাঁচ দিনব্যাপী ইসলামিক ব্যাংকিং অপারেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১০ আগস্ট ২০২৫) কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন।

এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ব্যাংকিং ইউনিটের উপমহাব্যবস্থাপক মো. নুরুল ইসলাম। প্রশিক্ষণে কর্পোরেট ও শাখা পর্যায়ের ৪১ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ইসলামিক ব্যাংকিংয়ের নীতি, কার্যক্রম ও আধুনিক প্রয়োগ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!