ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালের সমাজ | কয়রা (খুলনা) প্রতিনিধি আগস্ট ১০, ২০২৫, ০৫:৫৯ পিএম কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রার মাঝেরআইট গ্রামের মধুসূদন সরকারের পুত্র অচিন্ত কুমার সরকার মিথ্যা অভিযোগের প্রতিবাদে নিজেও সংবাদ সম্মেলন করেছেন। 

রবিবার (১০ আগস্ট) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গত ৯ আগস্ট ১নং কয়রা গ্রামের সাজেদুল ইসলাম তার এবং আরও চারজনের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

অচিন্ত কুমার সরকার বলেন, “আমার প্রতিপক্ষরা যে জমির মালিকানা দাবি করছে, তা আমাদের পূর্বপুরুষদের নামে নিবন্ধিত রয়েছে। ওই জমি ২০০৪ সালে কামরুল ইসলাম ও তার দলিলের মাধ্যমে তাদের নিকট বিক্রি হয়েছে বলে দাবি করা হলেও আমরা সেটির বৈধতা নিয়ে সন্দিহান।”

তিনি আরও জানান, জমির মালিকানা নিয়ে এখন কয়রা দেওয়ানী আদালতে মামলা চলমান (নং-৬৬/১৬)। বিভিন্ন শালিশ বৈঠকেও তাদের দাবি মানা হয়নি। “আমি একজন সরকারি কর্মকর্তা। তারা আমার চাকুরীতে ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করছে এবং আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে,” বলেন অচিন্ত কুমার সরকার।

সংবাদ সম্মেলনে অভিযোগের বিপরীতে তিনি বলেন, “বসতবাড়ির ঘেরাবোড়া ভাংচুর ও হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনার পর কয়রা থানায় একটি জিডি করা হয়েছে, যা ভিত্তিহীন।”

তিনি প্রশাসনের প্রতি অনুরোধ করেন, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করবেন। পাশাপাশি বলেন, “প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় আমরা প্রতিবাদ করতে সাহস পাই না।”

সংবাদ সম্মেলনে স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!