শ্রম খাতের সমস্যার কথা তুলে ধরে শ্রম ও নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ব্যর্থ মালিকদের কয়েকটি কারখানা বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের হাতে রয়েছে এবং সেগুলো বিক্রির চেষ্টা চলছে। কারণ, শ্রম কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের বেতন পরিশোধে ঋণ নেওয়ার পর মালিকরা বিদেশে চলে গেছেন।
রোববার (১০ আগস্ট) রাজধানীতে সিপিডির আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।
তিনি বলেন, একসময় ৪২ জন শ্রমিক নেতা কারাগারে ছিলেন, বর্তমানে একজন রয়েছেন। নারী শ্রমিকদের বেতন-ভাতা ও অধিকার নিয়ে কাজ করার সময় দেখা গেছে নির্মাণ খাতের বড় বড় কোম্পানি শ্রম কল্যাণ তহবিলে নিবন্ধিত নয়। এ কারণে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দেওয়া হয়েছে, যারা নিবন্ধন করবেন না, তাদের সরকারি কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।
এম সাখাওয়াত হোসেন আরো বলেন, আগের সরকার পুরো স্ট্রাকচার ভেঙে ফেলেছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন ও সেনাবাহিনীতেও ফ্যাসিবাদ প্রবেশ করেছিল। তবে বর্তমান সরকার একটি নতুন কাঠামো গড়ে তুলতে কাজ করছে, যাতে পরবর্তী সরকার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে পারে।
তিনি আরও বলেন, উন্নয়ন শুধু মেট্রোরেল বা এক্সপ্রেসওয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, যেখানে মানুষ বঞ্চিত সেখানেও উন্নয়ন প্রয়োজন। ব্যর্থতা শুধু তার নয়, জনগণেরও রয়েছে, যারা সঠিক দায়িত্ব পালন করেননি।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :