মাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পর মাটি চাপা অবস্থায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ভ্যানচালকের নাম মিজান শেখ (৪৫)। মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় একটি বাড়ির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভ্যান ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন জানান, গত ৩১ জুলাই পাঁচ্চর ইউনিয়নের পশ্চিম বালাকান্দি এলাকার মৃত আজিজ শেখের ছেলে মিজান ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ফেরেননি। পরদিন নিখোঁজের স্ত্রী রহিমা বেগম শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশ অভিযান শুরু করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে নুরুল আমিন শামীম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শামীম শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার হাসেম শেখের ছেলে।
পরে শামীমের দেওয়া তথ্যে শিবচরের বাখরেরকান্দি এলাকার খলিলুর রহমান নান্টুর বাড়ির ভেতর মাটি চাপা অবস্থায় মিজানের লাশ উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন আরও বলেন, “নিখোঁজের পর থেকেই আমরা তৎপর ছিলাম। তথ্য-প্রযুক্তির সহায়তায় শামীমকে গ্রেপ্তার করি এবং তার স্বীকারোক্তিতে মিজানের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ভ্যান ছিনতাই করতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :