ঠাকুরগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করেছে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর। এ উপলক্ষে সোমবার (১১ আগস্ট) জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়। এতে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, যুব উদ্যোক্তা ও আত্মকর্মীরা অংশ নেন।
দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। তিনি যুব সমাজের কর্মসংস্থান, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং দেশের উন্নয়নে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এদিন শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা ও আত্মকর্মীদের পুরস্কৃত করা হয়। এছাড়া যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। এর মধ্যে মোঁছা: লাভলি আক্তার (মাতৃগাঁও মোলানি), আব্দুল মতিন (রহিমানপুর) ও মোঁছা: পারভিন (মাতৃগাঁও) এর হাতে ঋণের চেক ও সনদ তুলে দেন অতিথিরা।
কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে বীর শহিদদের স্মরণে ৩৬টি গাছের চারা রোপণ এবং যুব পণ্যের প্রদর্শনী আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, যুব দিবস পালনের মূল উদ্দেশ্য হলো দেশের উন্নয়ন প্রক্রিয়ায় যুব সমাজকে সম্পৃক্ত করা এবং তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :