ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সিরাজগঞ্জে দৈনিক করতোয়া’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত

কালের সমাজ | জুবার হোসেন, সদর উপজেলা প্রতিনিধি আগস্ট ১২, ২০২৫, ০৭:১২ পিএম সিরাজগঞ্জে দৈনিক করতোয়া’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগষ্ট ২০২৫খ্রি:) সকাল ১১টায় চৌরাস্তা রোডস্থ ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলায় কনফারেন্স হল রুমে বহুল প্রচারিত “দৈনিক করতোয়া পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ হেলাল আহমেদ এর উদ্যোগে ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বস্তুনিষ্ট এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন এঁর জন্য দৈনিক করতোয়া ইতিমধ্যেই উত্তরবঙ্গের সেরা দৈনিকের স্থান পেয়েছে।সমাজের সকল প্রকার অনিয়ম এবং গণ মানুষের দুর্ভোগ প্রতিনিয়ত তুলে ধরেছে দৈনিক করতোয়া। এ পএিকার বিভিন্ন ধরণের সংবাদ প্রকাশের জন্য সমাজের বিভিন্ন ধরণের উন্নয়ন সাধিত হয়েছে। সিরাজগঞ্জে রেলওয়ের জংসন না হওয়ার সংবাদে ব্যাথিত হয়ে তিনি সিরাজগঞ্জের গণমাধ্যমকর্মীদের কাজ করার আহবান জানান। পাশাপাশি পাড়া মহল্লা প্রতিনিয়ত মারামারি হানাহানির ঘটনা ঘোটছে তাতে সিরাজগঞ্জের ব্যবসা বাণিজ্য ও যারা বাইরে থেকে ইকোনোমিক জোনে কলকারখানা স্থাপন করবেন তাদের নিরুৎসাহিত করবে বলে তিনি শন্কা প্রকাশ করে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চান। তারা যেন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করেন। সর্রোপরি সিরাজগঞ্জের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার অনুরোধ।জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকাল ও জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ খান হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক,অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক করতোয়া”র সিরাজগঞ্জ প্রতিনিধি ব্যুরো চীফ হেলাল আহমেদ।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির সহ-সভাপতি এম এ লতিফ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু,জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি এসএম তফিজ উদ্দিন, সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন,দৈনিক সিরাজগঞ্জ সংবাদ এর সম্পাদক ও জাতীয় দৈনিক নাগরিক ভাবনা এঁর জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রেজা।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি উপদেষ্টা সৈয়দ নিয়ামুল হাকিম সাজু,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক হীরুক গুণ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময় এঁর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ -সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সলংগা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন, জেলা জজ কোর্টের আইনজীবী মোঃ শহিদুল ইসলাম, জাতীয় দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না,জাতীয় দৈনিক অগ্রসর ও রাজধানী টিভি জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম (জয়), জাতীয় দৈনিক চিত্র জেলা প্রতিনিধি ও দৈনিক যমুনা প্রবাহ স্টার্ফ রিপোর্টার মোঃ হোসেন আলী (ছোট্ট), জাতীয় দৈনিক আজকের দর্পণের জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক চাঁদতারা পত্রিকার নির্বাহী সম্পাদক ইউসূফ ইমরান , দৈনিক ট্রাইবুনাল পএিকার জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা প্রমুখ।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!