কয়রা উপজেলা ১নং কয়রা গ্রামের সাবেক ইউপি সদস্য রেজাউল করিমের বিরুদ্ধে পল্লী চিকিৎসকের স্ত্রীকে যৌন হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ১নং কয়রা গ্রামের পল্লী চিকিৎসক মোঃ আনিছুর রহমান।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, কয়রা সদর ইউনিয়নের ৬নং ওর্য়াডের সাবেক ইউপি সদস্য মোঃ রেজাউল করিম, আমার স্ত্রীকে দির্ঘদিন ধরে যৌন হয়রানী করে আসছে। আমার স্ত্রী তার কু প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি আমার পরিবারকে বিভিন্ন ভাবে হয়রানী করার পাশাপাশি বিভিন্ন ভাবে নির্যাতন করে চলেছে।
তারই রেশ ধরে ঐ ইউপি সদস্যর ইন্ধনে আমাকে কয়েক বার মারপিট করা হয়েছে। আমরা অসহায় হওয়ার কারনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করতে পারছি না। রেজাউল করিম বিগত আওয়ামীলীগ সরকারের আমলে যুবলীগের এক প্রভাবশালী নেতার ছত্র ছায়ায় সে এলাকায় রাম রাজত্ব কায়েম করে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমার স্ত্রীকে যৌন হয়রানী বিষয়টি প্রতিবাদ করলে গত ৩১ জুলাই কয়রা বাজারের হাইস্কুল মোড়ে সে নিজেই আমার উপর অতর্কিত হামলা চালায়। শুধু আমাকে নয় ঐ ইউপি সদস্যর নির্যাতনের শিকার হয়েছে এলাকার আরও নিরহ মানুষ। ১নং কয়রা গ্রামের রবিউল ইসলাম মিটুর জায়গা জোর করে দখল করে রেখে তৈরী করেছে ঘরবাড়ি।
এ ব্যাপারে মিটু কয়রা থানা সহ স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ করলে ইউপি সদস্যকে সেখানে হাজির না হয়ে বিভিন্ন ভাবে তালবাহনা করে থাকে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি তার হয়রানি থেকে রেহাই পেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য রেজাউল করিমের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :