ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

মিয়ানমারে শান্তি মিশনে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ-মালয়েশিয়াসহ ৫ দেশ

কালের সমাজ আগস্ট ১২, ২০২৫, ০৩:৪১ পিএম মিয়ানমারে শান্তি মিশনে প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ-মালয়েশিয়াসহ ৫ দেশ

মালয়েশিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও থাইল্যান্ড যৌথভাবে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা জোরদারে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের তিন দিনের সফরের শুরুতে এক যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন।

আনোয়ার বলেন, মিয়ানমারে শান্তি নিশ্চিত করা এবং মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেয়া এখন সর্বোচ্চ অগ্রাধিকার। প্রথম ধাপে শরণার্থীদের, পরে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ মিশনের সমন্বয় করবেন। আসিয়ান আঞ্চলিক জোটের চলতি বছরের চেয়ারম্যান দেশ হিসেবে মালয়েশিয়া এ উদ্যোগের নেতৃত্ব নেবে।

তিনি আরও বলেন, “রোহিঙ্গা শরণার্থীদের বিপুল সংখ্যা সামাল দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা উদ্বেগজনক।” জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ১৮ মাসে রাখাইন রাজ্যে সহিংসতা বেড়ে যাওয়ায় প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে কক্সবাজারে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে, যা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!