ঢাকা শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

ফরিদপুরে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন অনুষ্ঠিত

কালের সমাজ | বিপুল চন্দ্র ফরিদপুর প্রতিনিধি আগস্ট ১৬, ২০২৫, ১২:৪৩ পিএম ফরিদপুরে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে “সচেতন নাগরিক সমাজ”-এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা চেষ্টা মামলার আসামি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ ফয়েজ আহমেদকে অবিলম্বে গ্রেফতার ও জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিক পদকপ্রাপ্তির পুরস্কার বাতিলের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাডভোকেট মেহেরুন নিশা স্বপ্না, সাংবাদিক হাসানুজ্জামান, জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু, সোহেল রানা, আরিফ শেখ, জেলা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমানসহ অন্যরা।

বক্তারা শেখ ফয়েজ আহমেদের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, তিনি সরাসরি বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ অবস্থায় তাকে সাহসী সাংবাদিকতার পুরস্কার দেওয়া প্রশ্নবিদ্ধ। তারা অবিলম্বে তাকে ফরিদপুর প্রেসক্লাব থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবন ঝুঁকি নিয়ে কাজ করা প্রকৃত সাংবাদিকদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিকে পুরস্কৃত করা গ্রহণযোগ্য নয়। “আমরা কোনো স্বৈরাচারের দোসরকে মেনে নেব না”—এ মন্তব্য করে তারা দ্রুত পুরস্কার প্রত্যাহারের আহ্বান জানান।

মানববন্ধন থেকে জানানো হয়, আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় একই দাবিতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!