ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

গাজায় আলজাজিরার পাঁচ সংবাদকর্মীকে হত্যা করল ইসরায়েল

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১১, ২০২৫, ১০:২৩ এএম গাজায় আলজাজিরার পাঁচ সংবাদকর্মীকে হত্যা করল ইসরায়েল

গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে স্থাপিত আলজাজিরার মিডিয়া টেন্টে লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে পাঁচ সংবাদকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে আছেন সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ কুরেইকেহ। খবর আলজাজিরার।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, আনাস আল-শরিফ হামাসের সশস্ত্র শাখার একটি ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে আলজাজিরা ও বিভিন্ন মানবাধিকার সংগঠন এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।

এ ঘটনায় আরও প্রাণ হারিয়েছেন আলজাজিরার ক্যামেরাপারসন ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং সহকারী মোহাম্মদ নৌফাল।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ৪৩০ জন নিহত এবং ১ লাখ ৫৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০-র বেশি মানুষ বন্দি হয়েছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!