তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।
প্রধান উপদেষ্টা এর আগে স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছান। পৌঁছানোর পর তাঁকে লালগালিচা সংবর্ধনা, গান স্যালুট ও গার্ড অব অনারের মাধ্যমে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।
বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিলেন ড. মুহাম্মদ ইউনূস।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :