ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

কয়রায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কালের সমাজ | এইচ এম লিটন, কয়রা (খুলনা) প্রতিনিধি আগস্ট ১৬, ২০২৫, ০৫:০০ পিএম কয়রায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কয়রায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কয়রা উপজেলা শাখার আয়োজনে শোভাযাত্রা শেষে সদরের সনাতন ধর্ম মন্দিরে আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অম্বিকা চরণ সানা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা বিএনপি নেতা মো. শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, আ. রহিম সানা, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন, শেখ হারুন অর রশিদ, কোহিনূর আলম, আবুল বাশার ডাবলুসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

এছাড়া বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের মৃণাল কান্তি ঘোষ, ব্রজেন্দ্রনাথ মণ্ডল, উৎপল কুমার সানা, কমলেশ রায়, সুজিত কুমার রায়, অর্পন কুমার সানা, মহশিষ কুমার সরদার, রঞ্জিত কুমার সরকার প্রমুখ।

অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি অরবিন্দ কুমার মণ্ডল, বিজন কুমার মণ্ডল, রঞ্জিত কুমার বাইন, মিহির কান্তি মণ্ডল, বিদেশ রঞ্জন মৃধা, জগদীশ মজুমদার, ননী গোপাল মজুমদার এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্র সংগঠনের নেতারা।

শোভাযাত্রা ও আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!