বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ।”
শনিবার (১৬ আগস্ট) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের বানিয়ারচর সার্বজনীন কৃষ্ণকালী মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু। এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সী, মাহবুবুল আলম হিরু, চিন্তাহরন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, ননী গোপাল মণ্ডলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সেলিমুজ্জামান তালবাড়ি সার্বজনীন কালী মন্দিরেও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসময় তিনি মুকসুদপুর সদর, কমলাপুর বাসস্ট্যান্ড, বোয়ালিয়া, বালিয়াকান্দি, উজানী, কাশালিয়া, মহিষতলি, জলিরপাড় ও বানিয়ারচরসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :