ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

মানিকগঞ্জে জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালের সমাজ | মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আগস্ট ১৬, ২০২৫, ০৬:৪৫ পিএম মানিকগঞ্জে জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার বিকেলে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, জামায়াতে ইসলামী ঢাকা অঞ্চলের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান ব্যক্তিবর্গ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শিবালয় উপজেলা ও সাটুরিয়া উপজেলা ফুটবল দল। এ টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা ও মানিকগঞ্জ পৌরসভা দলসহ মোট আটটি দল অংশ নিচ্ছে। বিপুল সংখ্যক দর্শক উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!