ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫ জন

কালের সমাজ | স্বাস্থ্য ডেস্ক আগস্ট ৯, ২০২৫, ০৪:৪৪ পিএম ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৫ জন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৩২৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মৃতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ (২৩ বছর) রয়েছে। নারীদের মধ্যে একজনের বয়স ৬০ বছর, অপরজনের বয়স ১৩ বছর।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ৬৬ জন, ঢাকা মহানগর হাসপাতালগুলোতে ৯৫ জন, ঢাকা বিভাগের হাসপাতালে ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ১৪ জন ও ময়মনসিংহ বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৮ জন মারা গেছেন, যাদের মধ্যে ৫৬ জন পুরুষ ও ৪২ জন নারী। এছাড়া, এই বছর এখন পর্যন্ত মোট ২৩,৭৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসে মাত্র এক মাসে প্রায় ১০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলো।

ডেঙ্গু মোকাবেলায় সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগ সতর্কবার্তা দিয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!