ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

কয়রায় ভোগ দখলীয় জমি জোবর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালের সমাজ | কয়রা (খুলনা) প্রতিনিধি আগস্ট ৯, ২০২৫, ০৪:৪৭ পিএম কয়রায় ভোগ দখলীয় জমি জোবর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কয়রায় ভোগ দখলীয় জমি জোবর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ১নং কয়রা গ্রামের কামরুল ইসলাম ঢালীর পুত্র মোঃ সাজেদুল ইসলাম। শনিবার ( ৯ আগস্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, কয়রা মৌজায় এসএ ১০২৯, ১০০৪, ১০০৭ ও ২৫২ নং খতিয়ানে রেকডিয় প্রজা হাজারী লাল সরদার ওরফে সরকারের ওয়ারেশ শিবপদ সরকারের পুত্রদ্বয় মৃত্যঞ্জয় সরকার, জনার্ধন সরকার, উত্তম কুমার সরকার, মনি মোহন সরকারের নিকট হতে আমার মাতা সুফিয়া খাতুনের নামে ২০০৪ সালে ২২০৫ নং রেজিঃ কোবলা দলিলে জমি ক্রয় করা হয় ।

সেই থেকে  দির্ঘ ২১ বছর যাবত শান্তিপূর্ণভাবে পুকুর খনন, গৃহ নির্মান, গাছ-গাছালি রোপন করে ভোগ দখল করে আসছি। সম্প্রতি গত ২৪ জুলাই ৩নং কয়রা গ্রামস্থ আমাদের বসত বাড়ির সামনে রাস্তার উপর উল্লেখিত জমি দখলকারী নুরুল ইসলাম গাজী (খোকন) খায়রুন্নেছা, মহিবুল্যাহ সরদার, অচিন্ত কুমার সরকার গংরা আমার পিতা, মাতা, ভাই, পরিবার পরিজন সহ সকলকে মারপিট করার ভয়ভীতি দেখাইয়া আমার বাড়ির সিমানার ঘেরাবেড়া ভাংচুর করে।

এমনকি আমার বসতভিটা দখল করবে বলে হুমকি প্রর্দশন করেন। যার পরিপেক্ষিতে আমার পিতা তাদের বিরুদ্ধে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-১২৩৬ তাং-২৮-৭-২৫ ইং। আমি ঢাকায় কর্মস্থলে থাকার কারনে আমাদের বসতভিটা জবর দখল হতে পারে বলে আমি সংকিত রয়েছি।

এ ছাড়া পিতা, মাতা সহ পরিবার পরিজন বিষয়টি নিয়ে নিরাপত্তাহীনকায় ভুগছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বাড়িটি প্রতিপক্ষরা যাতে জবর দখল করতে না পারে তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!