ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুতদের হামলায় এইচআর হেডসহ আহত ১৫

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ৯, ২০২৫, ০৫:৫৫ পিএম আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে চাকরিচ্যুতদের হামলায় এইচআর হেডসহ আহত ১৫

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের অতর্কিত হামলায় ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আমির হোসেনসহ ১৫ জন আহত হয়েছেন। বিকেলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দৈনিক বাংলা মোড়ে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত নিরাপত্তা প্রহরী শাহিনুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আমির হোসেন বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ আহতদের মধ্যে ব্যাংকের তিনজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)-কে উদ্ধার করেছে। গত আট কার্যদিবস ধরে ব্যাংকের প্রধান কার্যালয় অবরুদ্ধ করে রেখেছিল আন্দোলনকারীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেশ কিছুদিন ধরে আল-আরাফাহ টাওয়ার ভবনে কাউকে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছিল না। ফলে ব্যাংকের কার্যক্রম পার্শ্ববর্তী সুরমা টাওয়ারে স্থানান্তরিত করা হয়। বিকেল ৪টার দিকে তিনজন ডিএমডি ও এইচআর হেড আমির হোসেনসহ কয়েকজন সুরমা টাওয়ার থেকে বের হয়ে গাড়িতে উঠছিলেন। তখন কর্মচারীদের ঘিরে ধরে হঠাৎ হামলা চালায় চাকরিচ্যুতরা। মানবসম্পদ বিভাগের প্রধানকে বেধড়ক মারধর করা হয়। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে হামলাকারীরা তাদের ওপরও লাঠিসোটা নিয়ে চড়াও হয়। প্রায় শতাধিক হামলাকারী এলাকা রণক্ষেত্রে পরিণত করে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ, স্কয়ার হাসপাতাল ও ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে আছেন: এইচআর হেড মোহাম্মদ আমির হোসেন, নিরাপত্তা প্রহরী শাহিনুর, লিটন (২৫), ইলিয়াস (৩৮), ফাহিম (১৯), রকি হোসেন (২৬), তোফায়েল (৩২), নুর আলম (৪২), আরিফ (২৫), জাকির হোসেন (২৫), সাগর (২৯), লুৎফর, ফারুক ও সোহেল।

গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন তদারককারী সংস্থার তদন্তে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় অসংগতি ধরা পড়ার পর নিয়ম শৃঙ্খলা নিশ্চিত করতে ১৪১৪ কর্মকর্তার মূল্যায়ন পরীক্ষা নেয়া হয়। অকৃতকার্য ৫৪৭ জনকে চাকরি থেকে অব্যহতি দেয়া হয়। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে চাকরিচ্যুতরা ২৮ জুলাই থেকে প্রধান কার্যালয়ের প্রবেশমুখ অবরুদ্ধ করে আন্দোলন শুরু করে।

ব্যাংক কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সরাতে কোনো ধরনের বল প্রয়োগ না করলেও বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে মামলা দায়েরসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সংশ্লিষ্টরা কাজ করছে।

কালের সমাজ//র.ন

Side banner

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!