ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে শিক্ষার্থীদের মতামত গুরুত্ব পাবে: ঢাবি উপাচার্য

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৯, ২০২৫, ০৯:১১ পিএম হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে শিক্ষার্থীদের মতামত গুরুত্ব পাবে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে কিভাবে বাস্তবায়ন করা যায় তার জন্য কর্মপরিকল্পনা ও রূপরেখা তৈরি করতে মিটিং চলবে।

শনিবার (৯ আগস্ট) হল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকের পর তিনি এ কথা জানান।

এর আগে, শুক্রবার (৮ আগস্ট) শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

ঢাবির বিভিন্ন হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর মধ্যরাতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এবং উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। তারা ছাত্রদলের কমিটি ঘোষণাকে সমালোচনা করে বলেন, হল রাজনীতি বন্ধ থাকার পরও কেন কমিটি ঘোষণা করা হলো।

রোকেয়া হলে ছাত্রদলের কমিটি ঘোষণার পর বিকেল থেকে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীরা ছাত্রদলের কমিটি বাতিল এবং হল প্রশাসনের কাছে চার দফা দাবি জানিয়ে রাত ৯টা পর্যন্ত আলটিমেটাম দেয়।

প্রতিক্রিয়া না পেয়ে শিক্ষার্থীরা রাতে হলের মূল ফটকের তালা ভেঙে বাইরে চলে আসে। তাদের সঙ্গে অন্যান্য হলের শিক্ষার্থীরাও যোগ দেয়। পরে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়।

অবস্থানকারীরা হলের রাজনীতি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!