গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতনের বিরুদ্ধে চট্টগ্রামের ফটিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (৯ আগস্ট) দুপুর ৩টায় ফটিকছড়ি সদর বাসস্ট্যান্ডের সামনে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাংবাদিকদের পাশাপাশি শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদী ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিক মো. জিপন উদ্দিন। বক্তব্য দেন গাউসিয়া কমিটি ফটিকছড়ি থানা শাখার সভাপতি আবু তাহের আল কাদেরী ও সাধারণ সম্পাদক মাছউদ আল কাদেরী, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, শিক্ষক নেতা রতন কুমার চৌধুরী ও হিল্লোল দাশ, এডভোকেট এ কে করিম, পেশাজীবী নেতা আবু শোয়াইব, জ্যেষ্ঠ সাংবাদিক আবু মুছা জীবন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইকবাল হোসেন মঞ্জু, সাবেক ছাত্রনেতা শাহ জালাল চৌধুরী, ইসলামী ফ্রন্ট ফটিকছড়ি শাখার সভাপতি হাবিবুল ইসলাম ভুইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ আরও অনেকে।
অনুষ্ঠানে জামায়াত নেতা এরশাদ উল্লাহ, নাজমুল তারেক, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, বেলাল রেজা, এরশাদ কাজল, নেজাম উদ্দিন, আখতারুজ্জামান রুবেল, ছাত্রদল নেতা মো. মানিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সদর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বক্তারা অভিযোগ করেন, দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, হামলা ও মিথ্যা মামলার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা শাস্তি পাচ্ছে না। দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত না হলে সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :