বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে দেশের সার্বিক পরিস্থিতি মারাত্মকভাবে অবনতির দিকে গেছে। তিনি বলেন, “দেশের অবস্থা হাসিনা বারোটা বাজিয়েছে, এই সরকার চব্বিশটা বাজায়ে দিয়েছে।”
শনিবার (৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। ওই অনুষ্ঠানের আয়োজন করা হয় গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
মির্জা আব্বাস বলেন, “দেশে কত টাকা লুটপাট হয়েছে, কারা কীভাবে সম্পদ আত্মসাৎ করেছে সে বিষয়ে আমার কাছে প্রমাণসহ অনেক তথ্য রয়েছে, তবে এখন তা প্রকাশ করছি না।” তিনি আরও অভিযোগ করেন, “বিভিন্ন অপকর্মের সঙ্গে বিএনপির নাম উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে দেওয়া হচ্ছে। একদল বিএনপিকে জনগণের সামনে আসামির মতো উপস্থাপন করতে চায়।”
ছাত্রদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) সম্পর্কে মির্জা আব্বাস বলেন, “আপনাদের যেমন ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা আছে, আমাদেরও তেমন ইচ্ছা রয়েছে। যদি জনগণ ভোট দেয়, আমরা ক্ষমতায় যাবো; না দিলে মেনে নেবো। তবে আমরা সুষ্ঠু ভোট চাই। গত ১৭ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি।”
তিনি আরও বলেন, “জুলাই ও আগস্টে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে—প্রশাসনের কেউ হোক কিংবা অন্য কেউ—তাদের বিচার জরুরি। বিচার দ্রুত শেষ হয় না। নির্বাচন এবং বিচার পাশাপাশি চলতে পারে, তবে বিচার হওয়ার আগে নির্বাচন হওয়া উচিত নয়।”
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :