ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা ব্যর্থ: রুহুল আমিন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৯, ২০২৫, ০১:১১ পিএম জাতীয় পার্টির মূল দায়িত্বে যারা ছিলেন তারা ব্যর্থ: রুহুল আমিন

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন বলেছেন, দলের মূল দায়িত্বে যারা ছিলেন তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। ফলে দল স্থবির হয়ে পড়েছে এবং ভাঙনের মুখে পড়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল আমিন বলেন, “আমরা লক্ষ্য করেছি পার্টি থেমে যাচ্ছে, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। যারা মূল দায়িত্বে ছিলেন, তারা দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি। আমাদের নেতা-কর্মীরা নিজের ঘাম, অর্থ ও সময় ব্যয় করে এই দলকে টিকিয়ে রেখেছেন। সুখে-দুঃখে তারা দলের পাশে থেকেছেন।”

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। নির্বাচন হবে কি না—এ নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ধরনের পরিস্থিতির মধ্যেই আমরা এই কাউন্সিলের আয়োজন করেছি।”

তিনি আরও বলেন, “এই কাউন্সিল জাতির জন্য গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই। সেই নির্বাচনে জাতীয় পার্টি জনগণের কাছে যাবে এবং ইনশাল্লাহ আগের যেকোনো সময়ের চেয়ে ভালো করবে।”

দলকে সংগঠিত করার অঙ্গীকার জানিয়ে রুহুল আমিন বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। মানবসেবা, মানবকল্যাণ ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই জাতীয় পার্টি। উপজেলা, ইউনিয়ন ও মহানগর পর্যায়ে দলকে সংগঠিত করাই হবে আমাদের মূল লক্ষ্য।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!