বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সততা ও নিষ্পাপ চরিত্রের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন।
শনিবার রাতে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি কিছু পত্রিকায় সাবেক সচিব এবিএম আবদুস সাত্তারের বরাত দিয়ে আটজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে, যা বিএনপির সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন।
ফখরুল বলেন, “আমি স্পষ্ট বলতে চাই, হুইচ ইজ নট আওয়ার্স। এই অভিযোগের কোনো অংশ বিএনপির নয়। আমরা প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাকে সম্মান করি এবং তাদের সততা ও নিষ্ঠার প্রতি আস্থা রাখি।”
তিনি আরও বলেন, ওই অভিযোগের দায় সম্পূর্ণ সাবেক সচিবের নিজস্ব এবং বিএনপির সাথে এর কোনো সম্পর্ক নেই।
গতকাল রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সেমিনারে এবিএম আবদুস সাত্তার এই অভিযোগ করেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা হলেও কোন উপদেষ্টার নাম উল্লেখ করেননি।
বিএনপি মহাসচিবের এই বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রতি দলের সমর্থন ও আস্থার প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :