ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

নীলফামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে ব্র্যাক ব্যাংকের ইনস্ট্যান্ট লোন বিতরণ

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ১৭, ২০২৫, ০৫:৪০ পিএম নীলফামারীতে প্রান্তিক কৃষকদের মাঝে ব্র্যাক ব্যাংকের ইনস্ট্যান্ট লোন বিতরণ

নীলফামারীর প্রান্তিক কৃষকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে ইনস্ট্যান্ট লোন বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট (এফআইডি) পরিচালিত ১০/৫০/১০০ টাকা হিসাবধারীদের জন্য পুনঃঅর্থায়ন কর্মসূচির আওতায় এই ঋণ প্রদান করা হয়।

গত ৮ আগস্ট নীলফামারীতে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল প্রান্তিক কৃষক, নিম্ন আয়ের ব্যক্তি, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান। এতে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং স্বল্প সুদে ঋণপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করা হয়।

আয়োজনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) লিড ব্যাংকের দায়িত্ব পালন করে। এ ছাড়া ওই অঞ্চলে কার্যরত আরও ২০টি ব্যাংক এতে অংশ নেয়। আর্থিক প্রতিষ্ঠান ও তৃণমূলের সুবিধাভোগীদের একই প্ল্যাটফর্মে আনতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর আবদো রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর জুমা রানী। এছাড়া বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক তাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে ‘জীবিকা প্লাস’ ইনস্ট্যান্ট লোন বিতরণ করে। মাত্র ৭% সুদে জামানতবিহীন এ ঋণ কয়েক মিনিটেই প্রসেস করা হয়, যা ব্যাংকের গ্রাহকবান্ধব সেবার উদাহরণ হিসেবে প্রশংসিত হয়।

বাংলাদেশ ব্যাংক ও উপস্থিত অতিথিরা ব্র্যাক ব্যাংকের এই উদ্যোগকে প্রান্তিক কৃষকের ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!