রাজধানীর মহাখালীতে ইউরেকা ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের তৎপরতায় রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। তবে যানজটের কারণে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান সিকদার বলেন, দ্রুত অভিযান শুরু করে ১০টি ইউনিট। টানা ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
হঠাৎ এ অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও আশপাশের মানুষ দ্রুত নিরাপদে সরে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
এর আগে ঢাকার বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প ও গ্যাস লাইনসংলগ্ন এলাকায় একাধিক অগ্নিকাণ্ড ঘটেছে। প্রতিবারই তদন্তে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও অবহেলার বিষয় উঠে এসেছে। মহাখালীর এ ঘটনার পর আবারও ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে প্রশ্ন উঠেছে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :