ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ১৭, ২০২৫, ০৬:০৮ পিএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

ইসলামী ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়াহিয়া আক্তার অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান। তিনি বলেন, দেশের পরিবেশ উন্নয়ন, জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে আল-আরাফাহ ইসলামী ব্যাংক সামাজিকভাবে দায়বদ্ধ। এ দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনায়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে।

দিনব্যাপী কর্মসূচীর আওতায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এর তত্বাবধানে র‌্যালি, সেমিনার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকতার হোসেন, অন্যান্য শিক্ষার্থী ও ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২০২৫ সালে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে দেশজুড়ে মোট ১৫ হাজার গাছের চারা রোপণ করা হবে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!