ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

মার্কেন্টাইল ব্যাংক ও ইফাদ মটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর

কালের সমাজ | অর্থনীতি ডেস্ক আগস্ট ১৭, ২০২৫, ০৪:৪৭ পিএম মার্কেন্টাইল ব্যাংক ও ইফাদ মটরসের মধ্যে চুক্তি স্বাক্ষর

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও ইফাদ মটরস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তিতে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন এবং ইফাদ মটরসের হেড অব বিজনেস মুয়িদুর রহমান তানভির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তির ফলে এখন থেকে মার্কেন্টাইল ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা ইফাদ মটরসের পণ্য সুদবিহীন ৩ থেকে ২৪ মাসের কিস্তিতে ক্রয় করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের হেড অব কার্ড অ্যান্ড এডিসি মোস্তাফিজুর রহমান, হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ ফারুক আহমেদ, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স ডিভিশন মো. মুকিতুল কবীর, হেড অব আইএমএলডি তপন জেমস রোজারিও। এছাড়া ইফাদ মটরসের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. রবিউল হক, হেড অব কমার্শিয়াল অ্যান্ড ব্যাংকিং এম.এ. আজিজ এবং সিনিয়র ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স) মো. মাসুদ হোসেন মিজি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!