টাঙ্গাইলের এলেঙ্গায় এনজিও ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে এ আয়োজন করা হয়। এতে এলেঙ্গার ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মাছুদুর রহমান মিলন। এছাড়াও একাত্মতা ঘোষণা করেন কালিহাতী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ, এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফর আলী, দৈনিক অগ্রযাত্রার জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সমাবেশে বক্তারা বলেন, এলেঙ্গা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এলাকায় ব্যবসা, শিক্ষা ও যাতায়াতের সুবিধার কারণে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু সম্প্রতি মতিউর নামে একজন মানবপাচারকারী ও চাঁদাবাজ, নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে স্থানীয়দের সঙ্গে প্রতারণা ও অর্থ আদায় করে আসছিল। এ ধরনের অপকর্ম স্থানীয় পুলিশ ও রাজনৈতিক প্রতিনিধিদের ব্যবহার করে চালানো হয়েছে বলে অভিযোগ ওঠে।
সমাবেশে উপস্থিতরা অবিলম্বে চাঁদাবাজ ও প্রতারণাকারী মতিউর ও তার সহযোগীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানায়। পাশাপাশি সতর্ক করা হয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন যদি ২৪ ঘণ্টার মধ্যে কোনো কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে টাঙ্গাইলসহ সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :