ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, ফায়ার সার্ভিস ছয় ইউনিট পাঠানো হয়েছে

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৫, ০৭:৪৫ পিএম মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, ফায়ার সার্ভিস ছয় ইউনিট পাঠানো হয়েছে

রাজধানীর মহাখালী এলাকায় একটি পেট্রোল পাম্পে আগুন লেগেছে। ঘটনাস্থলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পাঠানো হয়েছে।

রোববার সন্ধ্যা সাতটার পর আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি জানান, “আমাদের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যাচ্ছে, তবে এখনও তারা পৌঁছায়নি।”

আগুন লাগার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এতে সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!