ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর থেকে শুরু হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট

কালের সমাজ | কক্সবাজার প্রতিনিধি আগস্ট ১৭, ২০২৫, ০৫:১৭ পিএম অক্টোবরে কক্সবাজার বিমানবন্দর থেকে শুরু হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট

কক্সবাজার বিমানবন্দরে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

রোববার (১৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের নতুন টার্মিনাল ও সাগরের ওপর নির্মাণাধীন রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, “আমরা আজকে দ্বিতীয় টার্মিনাল ও রানওয়ের কাজ পরিদর্শন করেছি। অগ্রগতির ভিত্তিতে মনে হচ্ছে, অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে হলেও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।”

তিনি আরও জানান, কাজ পুরোপুরি শেষ না হলেও আংশিকভাবে ফ্লাইট পরিচালনার মতো প্রস্তুতি থাকবে। পাশাপাশি এই বিমানবন্দর শুধু পর্যটন খাত নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। কক্সবাজারকে আন্তর্জাতিক গন্তব্য হিসেবে গড়ে তোলা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এ সময় প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মূর্তজা হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!