কিশোরগঞ্জ সদর পৌরসভার ২ নং ওয়ার্ড গাইটাল জনতা স্কুল রোডে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, বাল্যবিবাহ,ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদর পৌরসভা ২নং ওয়ার্ড গাইটাল জনতা স্কুল রোডে মাদক, ইভটিজিং, সন্ত্রাস, বাল্যবিবাহ,ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
সভায় মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও রফিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কিশোরগঞ্জ অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ সিরাজ উদ্দিন, হাজী খোকন, আনোয়ার হোসেন, বাক্কার মাস্টারসহ এলাকার শতাধিক ব্যক্তিবর্গ।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাসিড় উদ্দিন রিপন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাফিউল ইসলাম নওশাদ।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশিং সেবাকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনসম্পৃক্তা বৃদ্ধি লক্ষ্যে আমাদের কার্যক্রম।
কোনো ধরনের অপরাধ সর্ম্পকে তথ্য ও সহযোগিতার দ্রুত পাওয়ার জন্য বিট পুলিশিং এর সাহায্য নেয়ার জন্য আহবান করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা জেলা পুলিশের হট লাইন নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।
তিনি আরো বলেন আমি এখানে স্যার হিসেবে আসিনি আমি সমাজের প্রতিটি মানুষের সাথে মিশতে চাই, আপনাদের সুখ- দুঃখের সাথী হতে চাই। আপনাদের সেবা করতে চাই। আমার চাকরিটাই শুরু হয়েছে আপনাদের জনগণের সেবা দেওয়ার জন্য। আমি আমার থানার দরজা ২৪ ঘণ্টায় আপনাদের জন্য খোলা রেখেছি আপনাদের পাশে থাকার জন্য।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :