ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

কালের সমাজ | জেলা প্রতিনিধি, ফেণী আগস্ট ২১, ২০২৫, ০১:৪৮ পিএম ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ফেনী ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এতে উভয়মুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা মহিপাল ফ্লাইওভারের উত্তর প্রান্তে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা শহরের হাজারি রোড থেকে পদযাত্রা করে মহাসড়কে আসেন। তাদের দাবির মধ্যে রয়েছে— বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এবং বোর্ড অব ট্রাস্টিজে পরিবর্তন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (পৌনে ১টা) তারা সড়কে অবস্থান করছেন।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!