ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

কালের সমাজ | হেলাল শেখ, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি আগস্ট ১৭, ২০২৫, ১১:৫৪ এএম আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা মো. জাকির হোসেন (৩৬)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাতে ধামসোনা ইউনিয়নের ভাদাইল আমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাকির হোসেন নুর মুহাম্মদের ছেলে এবং আশুলিয়ার থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভাদাইল এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার হত্যার ঘটনায় মামলা রয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!