ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

নিরাপত্তা উদ্বেগ মিটলে তবেই ভিসা ইস্যু: যুক্তরাষ্ট্র দূতাবাস

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২১, ২০২৫, ১২:১৪ পিএম নিরাপত্তা উদ্বেগ মিটলে তবেই ভিসা ইস্যু: যুক্তরাষ্ট্র দূতাবাস

নিরাপত্তা-সংশ্লিষ্ট কোনো উদ্বেগ থাকলে তা সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো ভিসা ইস্যু করে না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ভিসা মূল্যায়ন প্রক্রিয়ায় জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে যুক্তরাষ্ট্র সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সব ধরনের নিরাপত্তা-সংশ্লিষ্ট উদ্বেগের সমাধান হওয়ার পরেই কেবল ভিসা অনুমোদন দেওয়া হয়।

এছাড়া ভুয়া নথিপত্র জমা দেওয়া হলে আবেদনকারীকে ভিসা দেওয়া হয় না এবং এ ধরনের ঘটনায় যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনে সংশ্লিষ্ট দেশেও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!