ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

শান্তির আশায় ওয়াশিংটনে জেলেনস্কি

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৮, ২০২৫, ১১:৫৬ এএম শান্তির আশায় ওয়াশিংটনে জেলেনস্কি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রোববার রাতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, সব পক্ষই দ্রুত যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা চায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, “আমরা সবাই দ্রুত এবং নির্ভরযোগ্যভাবে এই যুদ্ধের অবসান ঘটানোর দৃঢ় সংকল্প নিয়েছি।” খবর এএফপি।

সোমবার তিনি ইউরোপীয় নেতাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

উল্লেখ্য, আলাস্কায় ট্রাম্প-পুতিন শীর্ষ বৈঠক ইউক্রেন ইস্যুতে কোনো সমঝোতা ছাড়াই শুক্রবার শেষ হওয়ার তিন দিন পর ওয়াশিংটনে জেলেনস্কি-ট্রাম্প বৈঠক হতে যাচ্ছে। এর পরদিন শনিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ইউরোপীয় মিত্রদের যুদ্ধসংক্রান্ত আলোচনার প্রতিটি ধাপে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।

জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া যুদ্ধবিরতি মেনে নিতে অস্বীকৃতি জানানোয় সংঘাত সমাধানের প্রচেষ্টা ক্রমশ জটিল হয়ে উঠছে। ফলে তিন বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধের অবসান প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!