কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় সরকারি ৩০০ বস্তা সার বোঝাই একটি ট্রাক আটক করে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। বুধবার (২০ আগস্ট) দুপুরে তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের দক্ষিণ পাশে তালজাঙ্গা সড়কে ট্রাকটি আটক করা হয়।
তাড়াইল থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক লুৎফর রহমান ঘটনাস্থলে এসে উপজেলা কৃষি উপসহকারীদের উপস্থিতিতে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যান। এসময় চালককে পাওয়া যায়নি।
উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, স্থানীয় লোকজন ফোন করে জানায়, সারবোঝাই একটি ট্রাক পরিত্যক্ত অবস্থায় পুরুড়া বাজারে রয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ ও কৃষি উপসহকারীগণ গিয়ে ৩০০ বস্তা টিএসপি সার জব্দ করে থানায় নিয়ে আসেন।
তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা ওসি সাব্বির রহমান বলেন, ট্রাক বোঝাই ৩০০ বস্তা টিএসপি সার পরিত্যক্ত অবস্থায় পরে থাকতে দেখে জনগণ থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে সারের বস্তাগুলো থানায় নিয়ে আসা হয়। চালককে আটক করা সম্ভব হয়নি। সে আগেই পালিয়ে গেছে। এবিষয়ে আইনিগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :