ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বিদেশে কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশনা

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৫, ১০:৫০ এএম বিদেশে কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণের নির্দেশনা

বিদেশে অবস্থানরত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল পাঠানো হয়নি। বরং অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদের মাধ্যমে অন্য মিশনগুলোতেও বিষয়টি জানিয়ে দিতে বলা হয়েছে।

ইতোমধ্যে বিদেশের দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন যে তারা এ নির্দেশনা পেয়েছেন। তবে দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের দূতেরা জানিয়েছেন, এখনো তাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো বার্তা আসেনি।

নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক কূটনীতিক বলেন, “ঢাকা থেকে আমাদের জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি সরাতে হবে। তবে নির্দেশনা কেবল টেলিফোনে এসেছে, কোনো লিখিত বার্তা নয়। অঞ্চলভিত্তিক কয়েকজন দূতকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তারা অন্য মিশনে খবর পৌঁছে দিচ্ছেন।”

আরেকজন কূটনীতিক জানান, “আমাদের অঞ্চলে যিনি দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত, তিনি সরাসরি কিছু বলেননি। কাছাকাছি আরেকটি মিশনের রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা বিষয়টি জেনেছি।”

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!