জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় নিয়ে সাতক্ষীরায় বার্ষিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, জেলার এনজিওগুলো মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ না নিয়ে কেবল সভা-সেমিনার ও মতবিনিময় কর্মসূচির মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে লিডার্স-এর আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও সুইডেন এম্বাসির সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংলাপ অনুষ্ঠিত হয়। কমিউনিটি ভিত্তিক জাতীয় সহনশীলতা ও নারী ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) এর আওতায় আয়োজিত এই সংলাপে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারসহ আরও অনেকে।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডার্স-এর প্রজেক্ট অফিসার সুলতা রানী সাহা, ফিনান্স অ্যান্ড এডমিন অফিসার রিচার্ড হালদার, ফিল্ড ফ্যাসিলিটেটর কে এম আক্তার হোসেন, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাসুদুল আলম প্রমুখ।
সংলাপে নারী প্রতিনিধি, যুব সংগঠক, এনজিও প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশ নেন। মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন রিডার্স-এর প্রতিনিধিরা। প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিআরইএ প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুব্রত অধিকারী।
স্থানীয়দের মতে, এনজিওগুলোর সভা-সেমিনারের বাইরে মাঠে বাস্তবায়নযোগ্য উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। অন্যথায় জলবায়ু পরিবর্তন ও নারী নির্যাতন প্রতিরোধে প্রত্যাশিত ফল পাওয়া যাবে না।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :