ফরিদপুরের সদরপুর উপজেলায় “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক” শ্লোগানে র্যালি করেছে জাতীয়তাবাদী যুবদল। সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সী ইশারতের নেতৃত্বে শনিবার (১৬ আগস্ট) বিকেল ৫টায় এ র্যালি অনুষ্ঠিত হয়।
পোস্ট অফিসের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি বেপারী বাড়ির মোড়ে গিয়ে শেষ হয়। এতে সহস্রাধিক যুবদল নেতা-কর্মী অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় যুবদল নেতা মুন্সী ইশারত বলেন, “১৭ বছর হামলা-মামলা ও নির্যাতন সহ্য করে আজ সদরপুরে যুবদল শক্ত অবস্থান তৈরি করেছে। আগামীতে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে দিতে হবে।”
এ সময় জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শহরিয়ার আল সুমন বলেন, “থানা ভাঙচুর, অস্ত্রলুটের মতো ঘটনার অজুহাতে নিরীহ মানুষকে হয়রানি বন্ধ করতে হবে। দ্রুত সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”
সভায় আরও বক্তব্য দেন যুবদল নেতা এডভোকেট তুহিন মৃধা, মুন্সী ইশারত, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আল সুমনসহ অনেকে।
কালের সমাজ//র.ন
আপনার মতামত লিখুন :