ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭১

কালের সমাজ | আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২০, ২০২৫, ১০:৫১ এএম আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭১

আফগানিস্তানের হেরাত প্রদেশে ট্রাক, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে অন্তত ৭১ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও কিশোরের সংখ্যাই অন্তত ১৭ জন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি জানান, ইরান থেকে কাবুলগামী যাত্রীবাহী বাসটির বেপরোয়া গতি ও চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনা ঘটে। যাত্রীরা সবাই ইরান থেকে ফেরত আসা আফগান শরণার্থী ছিলেন।


সাইদির ভাষ্য অনুযায়ী, প্রথমে বাসটি একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। কয়েক মিনিট পর সেটি একটি জ্বালানিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে চারজন ট্রাক ও মোটরসাইকেলের আরোহী, বাকিরা সবাই বাসযাত্রী।

এই দুর্ঘটনায় বাসটির মাত্র তিনজন যাত্রী জীবিত আছেন।


আফগানিস্তানে দুর্বল সড়ক নেটওয়ার্ক, পাহাড়ি পথ ও চালকদের অসতর্কতার কারণে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে। গত ডিসেম্বরে দেশটিতে একটি বাস ও জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।

 

কালের সমাজ/এ.কু./ সাএ

 

 

Side banner
Link copied!