ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০২৫, ০৪:২৩ পিএম ৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

ছয় জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নলিখিত কর্মকর্তাদের তাদের নামের পাশে উল্লিখিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো—

  • ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, উপসচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় → পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

  • আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

  • মিজু সিফাত মেহনাজ, জেলা প্রশাসক, মেহেরপুর → কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

  • ড. মোহাম্মদ আবদুল ছালাম, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় → মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

  • মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, উপসচিব, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার → নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

  • মো. তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, কুষ্টিয়া → খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট

এর আগে প্রশাসনের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে ডিসি নিয়োগে জটিলতা তৈরি হয়েছিল। প্রধান উপদেষ্টা, তার মুখ্য সচিব, উপদেষ্টারা এবং জনপ্রশাসন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রস্তাবের কারণে তালিকা চূড়ান্ত করতে সময় লেগেছে।

তবে শেষ পর্যন্ত আগস্টেই নতুন ডিসি নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হলো। প্রশাসন সূত্র বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনকে আরও গতিশীল করতে এই পদায়ন করা হয়েছে।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!