ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

কালের সমাজ | মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি আগস্ট ২৫, ২০২৫, ০৫:০৫ পিএম মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

গোপালগঞ্জের মুকসুদপুরে "মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যাবস্থা গড়ে তুলুন"। এই শ্লোগান সামনে রেখে, বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (২৫ আগস্ট) বেলা ১১.৩০ মিনিটে মুকসুদপুর  স্বাস্থ্য কম্পেলেক্সের সামনে থেকে, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভনের নেতৃত্বে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে একটি র‍্যালি বের হয়। র‍্যালি শেষে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন সভাপতির বক্তব্যে মাতৃদুগ্ধের উপর গুরুত্বারোপ করে বলেন, জন্মের পরে শিশুর মুখে বাজারজাতকৃত কৌটার দুধ তুলে না দিয়ে মায়ের বুকের দুধ দেওয়ার আহবান জানান, তিনি আরো বলেন,শিশুর পুস্টি, রোগ প্রতিরধ ক্ষমতা ও শিশু ডায়রীয়া প্রতিরোধে মায়ের বুকের দুধের বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও,  আবাসিক মেডিকেল অফিসার  ডা: বিস্মময় মন্ডল, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মশিউর রহমান মিন্টু,  মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া,  সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম শরীফ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন, আরিফিন মুক্তা, বাদশা, পরেশ বিশ্বাস, বাবুল সহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!