ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
বিমান ভাড়া সিন্ডিকেট

কেউ রেহাই পাবে না, বললেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

কালের সমাজ | নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০২৫, ০৭:১৭ পিএম কেউ রেহাই পাবে না, বললেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বিমান টিকিটের দাম সিন্ডিকেট করে বাড়ানো কোনো ট্রাভেল এজেন্টকে “ছাই দেওয়া হাত থেকে” ছাড় দেওয়া হবে না। সোমবার (২৫ আগস্ট) এয়ার টিকেটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ ও নিরাপদ সমুদ্র পর্যটন নিশ্চিতকরণের কার্যক্রম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা জানান, দেশের নিবন্ধিত ট্রাভেল এজেন্টের সংখ্যা প্রায় পাঁচ হাজার, কিন্তু অনিবন্ধিত এজেন্টের সংখ্যা ২০ হাজারের ওপরে। এই অনিবন্ধিত এজেন্টরা কৃত্রিম সংকট সৃষ্টি করছে। তিনি বলেন, “ট্রাভেল এজেন্সিগুলোকে টিকিটের গায়ে মূল্য লেখা নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু তা মানা হচ্ছে না। অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রে মারাত্মক দুর্বৃত্তায়ন লক্ষ্য করা গেছে। দেশের টিকিট বিদেশে বিক্রি হচ্ছে।”

শেখ বশিরউদ্দীন আরও বলেন, যারা নৈরাজ্য করছে তাদের তালিকা করা হয়েছে। “৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেল থেকে নৈরাজ্য বন্ধ করতে আমরা সব অংশীজনের সঙ্গে বসেছি। প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেটকে চারটি দাগে প্রতিবেদন দিতে হবে। আইনি সক্ষমতা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।” বর্তমানে বিমানবন্দরে চারজন ম্যাজিস্ট্রেট রয়েছেন এবং একজন আরও বাড়ানো হবে।

তিনি সতর্ক করে বলেন, “যে ট্রাভেল এজেন্টরা সিন্ডিকেট করছে, তাদের ট্যাক্স ফাইলও খোলা হবে। শুরু হওয়ার আগেই অন্যান্য সমস্যা তৈরি না হয়, তাই একটু সময় দিন। কেউ এই ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না। এই নৈরাজ্যের সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না।”

উপদেষ্টা আরও উল্লেখ করেন, ২০১৩ সালের ট্রাভেল এজেন্সি আইন অনুযায়ী, টিকিটের গায়ে মূল্য না লিখলে লাইসেন্স বাতিল ও কারাদণ্ডের বিধান রয়েছে।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!