ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

ডাকসু নির্বাচনে ২১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার

কালের সমাজ | অনলাইন ডেস্ক আগস্ট ২৫, ২০২৫, ০৭:১৩ পিএম ডাকসু নির্বাচনে ২১ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সিনেট ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

চিফ রিটার্নিং অফিসার বলেন, “এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতেও না ঘটে, তা নিশ্চিত করতে আমরা তৎপর রয়েছি। কোনো ধরনের বৈষম্য বা অসমতা দেখা দিলে লিখিতভাবে জানালে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, “আজ (সোমবার) থেকে প্রার্থীরা নিয়ম মেনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। আগামীকাল (মঙ্গলবার) সকাল ১১টায় সিনেট হলে সকল ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আচরণবিধি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।”

ভোট প্রদানের বিষয়ে চিফ রিটার্নিং অফিসার জানান, জটিলতা এড়াতে ভোটাররা হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ দেখিয়ে ভোট দিতে পারবেন।

কালের সমাজ//র.ন

Side banner
Link copied!