ঢাকা শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

অক্টোবরে হবে ব্রাকসু নির্বাচন, অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

কালের সমাজ বেরোবি প্রতিনিধি আগস্ট ২০, ২০২৫, ১১:২৮ এএম অক্টোবরে হবে ব্রাকসু নির্বাচন, অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) এর শিক্ষার্থীরা কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্তকরণ ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে চলমান আমরণ অনশন মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে দশটায় প্রত্যাহার করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর আশ্বাসের ভিত্তিতে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত নেন।

 

উপাচার্য জানান, সম্ভাব্য আগামী ৩০ অক্টোবরের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬-৩০ অক্টোবরের মধ্যে।

 

এ অনশন কর্মসূচিতে অন্তত ছয়জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গতকাল দুইজন অনশনকারী প্রশাসনের আশ্বাসে অনশন ভেঙ্গে চলে যান। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য প্রথমে ১০ কার্যদিবস সময় চেয়ে ইউজিসির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেছেন এবং পরে অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে এই আশ্বাস দেন।

 

শিক্ষার্থী এস এম আশিকুর রহমান বলেন, "আমরা জীবন দিয়ে এই ছাত্রসংসদ চেয়েছি। সকলের মিলিত প্রচেষ্টায় যে আশ্বাস পেয়েছি, তাতে মনে হয় প্রশাসন আমাদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি, অক্টোবরের মাঝেই আমরা ছাত্রসংসদ নির্বাচন পাব।"

 

অনশনরতদের সংহতি প্রকাশ করা অন্যান্য শিক্ষার্থীরা বলেন, "ছাত্রসংসদ আমাদের অধিকার। বারবার আশ্বাসের পরও বাস্তবায়ন না হওয়ায় আমরা কঠোর আন্দোলনে নেমেছিলাম। তবে প্রশাসনের আশ্বাস এবং অসুস্থ শিক্ষার্থীদের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের অবস্থান স্থগিত করেছি।"

 

উল্লেখ্য, গত ১৭ আগস্ট থেকে শিক্ষার্থীরা এই আমরণ অনশন শুরু করেন। দীর্ঘদিন ধরে ছাত্রসংসদের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ না হওয়ায় অনশনে বসেন। আন্দোলন তৃতীয় দিনে পৌঁছার পরও কোনো স্পষ্ট সিদ্ধান্ত না আসায় অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে ছয়জন হয়। উপাচার্যের আশ্বাসে শিক্ষার্থীরা পরিশেষে অনশন ভাঙেন।

 

কালের সমাজ/ বে.প/ সাএ

 

Side banner
Link copied!