ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ফটিকছড়িতে স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন

কালের সমাজ | ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি আগস্ট ১৮, ২০২৫, ০৩:৩৬ পিএম ফটিকছড়িতে স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন

ফটিকছড়ি উপজেলার স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের দাবিতে ছাত্র-জনতা ১২ দফা যৌক্তিক দাবি তুলে ধরে আন্দোলনে নেমেছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাসস্টেশন চত্বরে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে ফটিকছড়ির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছর পরেও ফটিকছড়ির স্বাস্থ্যব্যবস্থায় বড় কোনো সংস্কার হয়নি। একটি রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রায়শই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অথচ ফটিকছড়ি থেকে চট্টগ্রাম মেডিকেল অনেক দূরে হওয়ায় রোগী নেওয়ার পথে মৃত্যুর ঝুঁকি থেকে যায়, অনেকেই মারা গিয়েছেন বলেও দাবি করেন তারা। বক্তারা বলেন, এত বড় একটি উপজেলা, যা অনেকের মতে ফেনী জেলার সমতুল্য, সেখানে আধুনিক ও কার্যকর স্বাস্থ্যসেবার ব্যবস্থা না থাকা গণমানুষের প্রতি চরম অবহেলা।

কর্মসূচিতে বক্তারা ফটিকছড়ি উপজেলা সিভিল সার্জনের কাছে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দেন। তবে নির্ধারিত সময়ে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় তারা বাসস্টেশন এলাকায় সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ চলাকালে নানা স্লোগান ও বক্তব্য উপস্থাপন করেন ছাত্র-জনতা এবং এলাকাবাসী।

পরবর্তীতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন এবং তাদের ১২ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, “রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।” ইউএনও’র আশ্বাসে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে দাঁড়ান।

তবে আন্দোলনকারীরা ঘোষণা দেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টায় পুনরায় রোড ব্লক কর্মসূচি পালন করা হবে।

কালের সমাজ//র.ন

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!