ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

গাজীপুরে ককটেল ফুটিয়ে বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

কালের সমাজ গাজীপুর প্রতিনিধি আগস্ট ২৪, ২০২৫, ১১:৩২ এএম গাজীপুরে ককটেল ফুটিয়ে বিকাশ ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ছিনতাই

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলামের (৩৮) আড়াই লাখ টাকা এবং ৫টি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ আগস্ট) ১০ টার দিকে মহানগরীর কোনাবাড়ী বাইমাইল (সাইনবোর্ড) এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিকাশ ব্যবসায়ী আমিনুল ইসলাম মহানগরীর কোনাবাড়ী বাইমাইল সাইনবোর্ড এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত ওই এলাকার হাজী মার্কেটে বিকাশের ব্যবসা করে আসছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ব্যবসায়ীর বরাত দিয়ে জানান, রাতের ওই সময়ে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন ব্যবসায়ী আমিনুল ইসলাম। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাদা প্রাইভেটকার থেকে দুই যুবক বের হয়ে ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কোপ দেয়। দুর্বৃত্তরা তার সাথে থাকা ব্যাগ থেকে নগদ আড়াই লাখ টাকা এবং বিকাশের কাজে ব্যবহৃত চারটি বাটন ও একটি টাচ মোবাইল ছিনিয়ে যায়। দুর্বৃত্তরা যাওয়ার সময় ককটেল ফুটিয়ে ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

 

তিনি আরো বলেন, এটি একটি বিচ্ছিন্ন এবং অনাকাঙ্খিত ঘটনা। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তথ্য প্রযুক্তির মাধ্যমে দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। ভিকটিম এজাহার দেওয়ার পর মামলা হবে।
 

কালের সমাজ/ গা.প./ সাএ

 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!