ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

“গোপালগঞ্জে এক সপ্তাহে ১৮ নেতা পদত্যাগ, দপ্তর সম্পাদকও ছাড়লেন”

কালের সমাজ ডেস্ক | আগস্ট ২৪, ২০২৫, ০৪:০১ পিএম “গোপালগঞ্জে এক সপ্তাহে ১৮ নেতা পদত্যাগ, দপ্তর সম্পাদকও ছাড়লেন”

গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভা আওয়ামী লীগের পদ থেকে গত এক সপ্তাহে ১৮ জন আওয়ামী লীগ নেতার দল থেকে পদত্যাগ করেছেন, তারই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলন করে এবার দলীয় পদ ছাড়লেন  বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী এর দপ্তর সম্পাদক মোঃ দিদারুল আলম।

 

আজ রবিবার (২৪ আগষ্ট) দুপুরে মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখত বক্তব্য পাঠের মাধ্যমে দলীয় পদ ত্যাগ করে দিদারুল আলম বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ড,নীতি এবং রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে আমার আদর্শ,নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামজ্ঞস্য দেখা দিয়েছে। 


রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে কোন প্রকার সম্পৃক্ততা আমার বিবেক,নীতি ও আদর্শকে আঘাত করেছে, তাই আমি বাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক  পদ হইতে আজ থেকে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে অব্যাহতি নিচ্ছি। 


আজকের পর হইতে আওয়ামীলীগের সাথে তার কোন সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে তিনি  জানিয়েছেন।

 

কালের সমাজ/ মা. স./ সাএ

 

 

Side banner

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!