ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

একাধিক মামলার আসামী ডিবি হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

কালের সমাজ রাজশাহী প্রতিনিধি আগস্ট ২৪, ২০২৫, ১১:০৫ এএম একাধিক মামলার আসামী ডিবি হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রাজশাহী মহানগরী গোয়েন্দা শাখার সাবেক (ডিবি) এসআই মাহবুব হাসান ওরফে ডিবি হাসানকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (২৩ আগস্ট) রাতে নগরীর ভদ্রা হজের মোড় এলাকায় তার ভাড়া বাসা থেকে তাকে ধরে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। পরে তাকে চন্দ্রিমা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

আরএমপির চন্দ্রিমা থানা পুলিশ জানায়, মাহবুব হাসান ওরফে ডিবি হাসান রাজশাহী মহানগর ডিবি পুলিশের সাবেক সদস্য ছিলেন। গত বছর ৫ আগস্টের পর তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। ক্রসফায়ারের ভয় দেখনো, মামলা দিয়ে ফাঁসানো, সাধারণ মানুষদের ভয়ভীতি দেখানোসহ বেশ কিছু অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। বিশেষ করে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। নগরীর গোরহাঙ্গা এলাকার ব্যবসায়ী মাসুদ রানা সরকার গত বছরের ২২ আগস্ট মামলাটি করেছিলেন।

 

ডিবি হাসান পতিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে রাজশাহী মহানগরীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। বিশেষ করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন মুর্তমান আতঙ্কের নাম। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি গত বছর চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

 

স্থানীয়রা জানতে পারেন ডিবি হাসান তার বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে লোকজন তার বাড়ি ঘেরাও করে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে নগরীর চন্দ্রি থানা পুলিশের কাছে সোপর্দ করেন। তবে তাকে পুরাতন মামলায় থানা পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে। তার বিরুদ্ধে নতুন কোনো মামলা দেয়া হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ।

 

কালের সমাজ/ রা.প./সাএ

 

Side banner

পথে-প্রান্তরে বিভাগের আরো খবর

Link copied!